মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে শ্যালো মেশিনে চাদর পেঁচিয়ে কৃষকের মৃত্যু

নন্দীগ্রামে শ্যালো মেশিনে চাদর পেঁচিয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিনে চাদর প্যাচ লেগে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে স্থানীয় চৌদিঘি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামের মৃত মনসুর হোসেনের ছেলে কৃষক জামাল হোসেন গত বুধবার রাতে চৌদিঘী পশ্চিম মাঠের বোরো ধানের জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিতে যায়। এরপর সে শ্যালো মেশিন চালু করে। এর এক পর্যায়ে শ্যালো মেশিনের সাথে তার গায়ের চাদর প্যাঁচ লেগে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু ঘটে। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে অসতর্কতা জনিতকারণে তার এই মৃত্যু ঘটেছে।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …