সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে শ্বশুর বাড়িতে এসে লাশ হয়েছে জামাই

নন্দীগ্রামে শ্বশুর বাড়িতে এসে লাশ হয়েছে জামাই

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে শ্বশুর বাড়িতে এসে লাশ হয়েছে জামাই। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আক্কাস আলীর ছেলে রাকিব উদ্দিন (৩০) ঢাকইর গ্রামের রেজাউল করিমের মেয়ে রিমা খাতুন (২০) কে ২ বছর পূর্বে বিবাহ করে। তাদের দাম্পত্য জীবনে মাঝেমধ্যে ঝগড়া-কলহ লেগেই থাকতো। ১২ আগস্ট রাকিব উদ্দিন শ্বশুর বাড়িতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। ১৩ আগস্ট বেলা ১টায় উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা-কাথমের মাঝামাঝি খালের পানিতে ভাসমান থাকাবস্থায় রাকিব উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তার স্ত্রী রিমা খাতুন ও শাশুড়ি শিল্পী খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয় পুলিশ।

এসআই চাঁন মিয়া জানিয়েছে, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …