নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলার ৩টি কেন্দ্রে ও ১টি ভেন্যু কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি এবং এইচএসসি (বিএম), নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি, দামগাড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম ও নন্দীগ্রাম টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি (বিএম) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্র সমূহ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম। এ সময় কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল জানান, সুন্দর পরিবেশে ভালোভাবেই এইচএসসি পরীক্ষা চলছে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …