অসিম কুমার রায়, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। উপজেলার ১ টি পৌর এলাকা ও ৫ টি ইউনিয়নে মোট ৪৩ টি দুর্গাপূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আয়োজন করা হয়। দুর্গাপূজা মন্ডপ প্রাঙ্গণ উৎসবের অঙ্গনে পরিণত হয়েছে। ২২শে অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শরু হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পূজার মধ্যদিয়ে এ বছরের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ২নং নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বরেক, ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ অন্যান্যরা হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছে। দুর্গাপূজায় সরকারি সার্বিক সহযোগিতায় হিন্দু সম্প্রদায় খুব খুশি হয়েছে। নন্দীগ্রাম উপজেলায় যথারীতি নিরাপত্তা ব্যবস্থায় স্বাস্থ্যবিধি ও দিকনির্দেশনা মেনেই দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …