নিজস্ব প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়।
বিকেলে বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, ওয়াশিম উদ্দিন ও সমাজসেবক দিনেশ চন্দ্র প্রমুখ। পরে বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাটরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …