রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। পরে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

আরও দেখুন

নাটোরে দুইদিন ব্যাপী ‘গুনগতমান সম্পন্ন বীজ আখউৎপাদন কৌশল ও এর ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে দুইদিন ব্যাপী ‘গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ওএর ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত …