নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে ডা.শফিউল আলম বুলুর স্মরণে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের চৌদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সভাপতিত্বে ডা. শফিউল আলম বুলুর স্মরণে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ডান্ট মেহেদী হাসান ও মেরিন ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন সোহেল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সহধর্মিণী ফাতেমা জোহরা জেবু, সিংড়ার ১১ নং ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা ও তীর্থ সলিল রুদ্র প্রমুখ। উক্ত চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় তালোড়া বাঁশোপাতা ফুটবল একাদশ কালিগঞ্জ বাজার ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। এরপর বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ডা. শফিউল আলম বুলুর স্মরণে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চৌদিঘী দি নিউ স্টার ক্লাব। এ ফুটবল প্রতিযোগিতা দেখতে হাজার-হাজার দর্শকের উপচেপড়া ভীড় জমে যায়।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …