নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে লকডাউনে জনশুন্য হয়ে পড়েছে প্রায় রাস্তাঘাট। আগের মতো সাধারণ মানুষ আর ঘর থেকে বের হচ্ছে না। বাহিরেও তেমন সাধারণ মানুষকে দেখা যাচ্ছেনা। বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে সরকার লকডাউন ঘোষণা করায় নন্দীগ্রাম উপজেলায় যথারীতিভাবে চলছে লকডাউন। এ কারণে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থান জনশুন্য হয়ে পড়ে। তবে স্বাস্থ্যবিধি মেনে কিছু সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ইফতারি কিনতে বিকেলে বাজারে আসছে।
নন্দীগ্রাম উপজেলায় যথারীতিভাবে লকডাউন কার্যকর করতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ফোর্স নিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। সেই সাথে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …