সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে র‌্যাবের অভিযানে ৫ গাঁজা ব্যবসায়ী আটক

নন্দীগ্রামে র‌্যাবের অভিযানে ৫ গাঁজা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ

বগুড়ার নন্দীগ্রামে র‌্যাবের অভিযানে ৫ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৬ শে নভেম্বর রাতে র‌্যাব-১২ অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার গোছন গুচ্ছগ্রাম থেকে ৮৫০ গ্রাম গাঁজাসহ ৫ গাঁজা ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো, গোছন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম (২৮), কদমা গ্রামের কায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২৮), মাহফুজার রহমানের ছেলে বুলবুল হোসেন (২৬), সিংড়া উপজেলার তেরবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল গাফফার (৩২) ও পাকুড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৪০)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

২৭ শে নভেম্বর পুলিশ আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …