রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে রথযাত্রা উৎসব উদযাপিত

নন্দীগ্রামে রথযাত্রা উৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।  বুধবার  (২৮ জুন) বিকেলে নন্দীগ্রাম উপজেলার হাটুয়া সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির কমিটির আয়োজনে উল্টো রথযাত্রা উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান, হাটুয়া সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শ্রীচরণ চন্দ্র ও সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ প্রমুখ। 

উক্ত রথযাত্রায় এলাকার সনাতন ধর্মাবলম্বী অংসখ্য ভক্তরা অংশগ্রহণ করেন। এরপূর্বে গত মঙ্গলবার (২০ জুন) শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …