শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ 

নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ 

  নিজস্ব প্রতিবেদক:  

বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা ঘন্টাব্যাপী বগুড়া-নাটোর জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। 

প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের বিরুদ্ধে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ছাত্রছাত্রীরা রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসচি পালন করে। 

এরপর ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের নিকট স্মারকলিপি প্রদান করে অবিলম্বে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবি জানান। 

এ বিষয়ে জানতে চাইলে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল বলেন, আমার ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। আমরা সুনামের সহিত বিদ্যালয় পরিচালনাসহ পাঠদান করে আসছি। একটি মহল ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্রমূলক অবরোধ কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করিয়েছে। 

নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সাবেক সদস্য আব্দুর রহিম বলেন, ছাত্রছাত্রীদের অভিযোগ সত্যি তাই তারা আন্দোলনে নেমেছে। আমরাও প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবি জানাচ্ছি। 

উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার নিকট একটি স্মারকলিপি দিয়েছে তাহা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …