সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় যুবক আটক

নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় যুবক আটক


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় এক যুবক আটক হয়েছে। জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের হাজারকী গ্রামের এক গৃহবধূ সম্প্রতি বিকেল বেলায় তার সন্তান নিয়ে মামার বাড়িতে যাচ্ছিলো। সে সময় একই গ্রামের বিমল চন্দ্র সরকারের ছেলে বিধান চন্দ্র (২৭) ওই গৃহবধূর সাথে যৌন হয়রানির ঘটনা ঘটায়।

ঘটনাটি স্থানীয়ভাবে আপস করার চেষ্টা করা হলেও তা হয়নি। এরপর ওই গৃহবধূ বাদী হয়ে রবিবার নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। সে মামলায় পুলিশ বিধান চন্দ্র সরকারকে আটক করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। সোমবার থানার এসআই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …