নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ 

নন্দীগ্রামে যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সারাদেশে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রামস্থ দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুব দলের আহবায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূর নবী প্রমুখ।

পরে ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুব দলের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে গরীব-দুস্থদের মাঝে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির …