নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ ও সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুরের ওপর বিএনপির চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মতিন বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল ৪ টায় ত্রিমোহনী বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জিএম পাভেলের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান নান্টু, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির প্রমুখ। বক্তাগণ বলেন, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা-মারপিট করার পরিনাম কখনোই শুভ হবে না। যুবলীগ লড়াই-সংগ্রামে সবসময় এগিয়ে চলে। এরপর যদি কোনো যুবলীগ নেতাকর্মীর ওপর হামলা হয় তার পাল্টা জবাব দেওয়া হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …