রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক ,নন্দীগ্রাম (বগুড়া):

বিএনপি-জামায়াতের দেশবিরোধী আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ অবরোধের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগ উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, গোলাম মোস্তফা গামা, স্বপন চন্দ্র মহন্ত, মুক্তার হোসেন বকুল, আব্দুর রাজ্জাক, শাহিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, পৌর যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম, আবু তৌহিদ রাজিব ও আল-জাহিদ প্রমুখ। 

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …