রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন  গুরুতর আহত  

নন্দীগ্রামে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন  গুরুতর আহত  

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন গুরুতর আহত  হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজন নাটোর জেলার সিংড়া উপজেলার বড় সাঁঐল গ্রামের আবু হানিফ (৭০), জাহিদুল ইসলাম (৬০) ও ফরিদুল ইসলাম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একতা পরিবহন যাত্রীবাহী বাস ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেল চালককে বাঁচাতে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে পড়ে গুরুতর আহত হয় অটোরিকশায় থাকা ওই তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …