সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে মেয়র প্রার্থী শান্ত’র ব্যাপক গণসংযোগ

নন্দীগ্রামে মেয়র প্রার্থী শান্ত’র ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত’র ব্যাপক গণসংযোগ অব্যাহত রয়েছে। আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজপাড়া, রহমান নগর, মরাগাড়ি, বালিয়াগাড়ি ও ফোকপাল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার জন্য ভোট প্রার্থনা করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …