রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে মেয়র প্রার্থী শান্ত’র ব্যাপক গণসংযোগ

নন্দীগ্রামে মেয়র প্রার্থী শান্ত’র ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত’র ব্যাপক গণসংযোগ অব্যাহত রয়েছে। আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজপাড়া, রহমান নগর, মরাগাড়ি, বালিয়াগাড়ি ও ফোকপাল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার জন্য ভোট প্রার্থনা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …