বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নন্দীগ্রামে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম……….বগুড়ার নন্দীগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নিজ বাসায় অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মোসলেম উদ্দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নন্দীগ্রাম উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মোসলেম উদ্দিন নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত রতন উল্লাহর ছেলে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …