নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি মানববন্ধন

নন্দীগ্রামে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় নন্দীগ্রাম উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া, সরকারি ভাতা এবং অনুদান বাতিলের দাবি ও বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্তির দাবি করা হয়। অপরদিকে গত মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মানববন্ধন কর্মসূচি পালিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছিল।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর) নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *