বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা

নন্দীগ্রামে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই মাস্ক ব্যবহার করছে না।

এমন পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে ২ হাজার ৩শ’ টাকা জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী ছিলেন কামরুজ্জামান। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ ধারায় তাদের জরিমানা করা হয়।

আরও দেখুন

লালপুরে সরকারী খাস পুকুর ফিরে পাওয়ার

দাবীতে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী এলাকারজয়পুর জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে …