নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের গ্রামধুমা গ্রামে। জানা গেছে, রবিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় গ্রামধুমা গ্রামের ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রী বাড়িতে একাই ছিলো। এই সুযোগে একই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০) ওই মাদ্রাসাছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। তখন মেয়েটি চিৎকার করলে তার ফুফু তাছলিমা খাতুনসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় লম্পট আনোয়ার হোসেন দ্রুত পালিয়ে যায়। পরে সন্ধ্যারদিকে তার পিতা-মাতা বাড়িতে ফিরে আসলে তাদের ওই ঘটনার কথা খুলে বলে।
এরপর রাতে মেয়েটির পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানিয়েছে, আনোয়ার হোসেন একজন চিহ্নিত লম্পট হিসেবে পরিচিত। এর শাস্তি হওয়া দরকার।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …