রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নন্দীগ্রামে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনের অভিযোগে এক যুবক গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৮ জুন) বিকেল আনুমানিক ৩ টায় উপজেলার হাটলাল পুকুরপাড় হতে মাদক সেবনকালে আখতারুজ্জামান গোলাপ (৪৫) কে গ্রেপ্তার করে। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করেছে থানা পুলিশ।

সে নন্দীগ্রাম সদরের আলী আজাহারের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন থানার এসআই রেজাউল করিম। মঙ্গলবার (২৯ জুন) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …