মঙ্গলবার , মার্চ ১৮ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার

নন্দীগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ ইদ্রিস আলী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামের উজির উদ্দিনের ছেলে।

জানা গেছে, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম ও এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৬ আগস্ট) বেলা দেড়টায় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক কারবারি কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও দেখুন

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত …