বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৭ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৭ জন গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় পুলিশ ১৯ এপ্রিল দিবাগত রাতে উপজেলার ঢাকইর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাদ্দাম হোসেন (৩২) কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

একই রাতে পুলিশ উপজেলার আইলপুনিয়া গ্রামের মোহন ফকিরের ছেলে শহিদুল ইসলাম সুজন (২৩) ও রফিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৫) কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। অপরদিকে পুলিশ উপজেলার সিংজানি গ্রামের উজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৩২) ও আইলপুনিয়া গ্রামের কবেজ উদ্দিনের ছেলে বুলু মিয়া (৪৪) কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই রাতে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পলাতক আসামি উপজেলার গুলিয়া কৃঞ্চপুর গ্রামের তাছের আলীর ছেলে নাসির উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে।

এছাড়াও পুলিশ মারপিট মামলায় উপজেলার সরিষাবাদ গ্রামের ওমর আলীর ছেলে ইসমাইল হোসেন (৫৫) কে গ্রেপ্তার করে। ২০ এপ্রিল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …