বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৪ টায় থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৭) কে ৩০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৯০০ টাকাসহ গ্রেপ্তার করে। একইদিন বিকেল পৌনে ৫ টায় থানা পুলিশ উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন মিয়া (৩৮) কে ৬০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৪০০ টাকাসহ গ্রেপ্তার করেছে।

অপরদিকে সন্ধ্যা সোয়া ৬ টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা গ্রামের খলিলুর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) কে ৬৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে। রাত সাড়ে ১১ টায় থানা পুলিশ ওয়ারেন্টমূলে উপজেলার তেঘরী গ্রামের আব্দুর রহিমের ছেলে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। রবিবার (২৪ অক্টোবর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …