সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে মাছ ব্যবসায়ী ও হ্যাচারি মালিকের জরিমানা

নন্দীগ্রামে মাছ ব্যবসায়ী ও হ্যাচারি মালিকের জরিমানা

নিজস্ব নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে মাছ ব্যবসায়ী ও হ্যাচারি মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম গতকাল রবিবার দুপুরে উপজেলার কুন্দারহাট-বাজার মনিটরিং করে। এ সময় মা ইলিশ বিক্রয় করার দায়ে মাছ ব্যবসায়ী জীবন মিয়াকে মৎস্য সংরক্ষণ আইনে ৫শ’ টাকা জরিমানা করে। সেই সাথে তার ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ গুলো এতিম খানায় দেয়া হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত উপজেলার শহরকুড়ি হ্যাচারিতে অননুমোদিত হরমোন ব্যবহারের দায়ে হ্যাচারি মালিক রেজাউল করিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …