সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নন্দীগ্রামে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে আব্দুল কাদের (৫৬) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। ২৭ জুলাই বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ জুলাই বিকেলে বাড়ি থেকে রুপিহার বাজারে চা খেতে আসে আব্দুল কাদের। এরপর সে আর রাতে বাড়িতে ফিরেনি। পরে পরিবারের লোকজন তার সন্ধান শুরু করে দেয়। পরদিন স্থানীয়রা রুপিহার মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পায়।

এ খবর পেয়ে পুলিশ মাছ ব্যবসায়ী আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু কারণ নিশ্চিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …