সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে মহান মে দিবস পালিত

নন্দীগ্রামে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) দিবসটি উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। বেলা ২ টার দিকে নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরে সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জ্বল, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করেছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …