সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ 

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে গরীব-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল ১০টায় ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী। 

সেসময় তদারকি কর্মকর্তা, ইউপি সচিব, সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভাটরা ইউনিয়নের ২১৮৭টি গরীব-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। 

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী জানান, ইউনিয়নের ২১৮৭টি পরিবারের তালিকা তৈরি করে স্বচ্ছভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …