রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২ কোটি ৯ লাখ ৯ হাজার ৪৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম। 

রবিবার (১১ জুন) দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল বাছেদ, ইউপি সদস্য প্রসন্ন কুমার, আব্দুর রহিম, হাসেম আলী, ইব্রাহিম আলী জাহাঙ্গীর আলম বাবু, আশরাফ আলী, কামরুজ্জামান, আব্দুল জলিল, সংরক্ষিত মহিলা আসনের সদস্য জোসনা বানু, বেবী নাজনীন, আমিনা বিবি, সমাজসেবক আনিছুর রহমান, শামছুর রহমান ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রাম পুলিশ সদস্যরা। 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, এ বাজেটে ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন, ক্রীড়া ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …