সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা শাহজাহান আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, সুমন চন্দ্র সরকার বুদু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক জানে আলম ইদ্রিস, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, আব্দুল মান্নান মোল্লা, রইছ উদ্দিন, মোস্তাক ও রবিন প্রমুখ। উক্ত সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমন সরকার সোহাগ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …