নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে এ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন প্রমুখ। এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জুলফিকার আলীকে সভাপতি, তারেক হোসেনকে সাধারণ সম্পাদক ও শামছুল আরেফিন লিটনকে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আরও দেখুন
নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …