শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর

নন্দীগ্রামে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, নন্দীড়গ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় ৫০ ভাগ ভর্তুকিমূল্যে ৫টি কম্বাইন হারভেস্টার বরাদ্দ করে সরকার।

৫ মে বেলা ১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষক আফজাল হোসেনের নিকট ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, ধান কাটা-মাড়াইয়ের যন্ত্র কম্বাইন হারভেস্টারের মূল্য ৩১ লাখ টাকা। সেখানে সরকার ১৪ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষকের ধান কাটা-মাড়াইয়ের সুবিধার জন্য সরকার ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার দিচ্ছে। এতে কৃষকরা উপকৃত হবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …