সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ভটভটি-আটোভ্যানের সংঘর্ষে চালক নিহত

নন্দীগ্রামে ভটভটি-আটোভ্যানের সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে ব্যাটারি চালিত অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান চালক আফছার আলী (৫৫) নিহত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০ টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুঁড়িপাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টারদিকে ব্যাটারি চালিত অটোভ্যানটি রণবাঘা বাজারের দিকে আসছিলো। রণবাঘা পেট্রোল পাম্পের সামনে এসে মহাসড়কে উঠার সময় বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানচালক আফছার আলী ঘটনাস্থলেই মারা যায়। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ভটভটিটি জব্দ করা হয়েছে। ভটভটিটি চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইন গত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …