নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাঠান-মির্জাপুর শাখা লকডাউন করেছে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন।
জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাঠান-মির্জাপুর শাখার কর্মকর্তা করোনার উপসর্গ দেখা দিলে গত ৪ জুন তার নমুনা পরীক্ষা করতে দেয়। এরপর ৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নির্দেশনায় ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাঠান-মির্জাপুর শাখা লকডাউন করে দেয়। করোনায় আক্রান্ত ব্যাংক কর্মকর্তার চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।