নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত 

নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,, নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। 

পরে ৫ ক্যাটাগরির জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। জয়িতারা হলেন, সফল জননী নাছিমা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সায়মা আকতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফেন্সি খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নাজমা খাতুন ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন যে নারী মাহমুদা খাতুন। 

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …