শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নন্দীগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে আনছার আলী (৮২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী গ্রামে ওই বৃদ্ধের শয়ন ঘর থেকে ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত কারণে আনছার আলী নানা রোগে ভুগছিলো। বেশ কিছুদিন আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিলো। 

শুক্রবার দিবাগত রাতে সে খাবার খেয়ে ঘুমাতে যায়। শনিবার সকাল ১০টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের ভিতর গিয়ে দেখে আনছার আলী বাঁশের তীরের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও দেখুন

হিলিতে ভিজিএফের ১৮শ’ নামের ভুয়া তালিকাকরে চাল আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালবিতরণে অন্তত ১৮শ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *