নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাইন ও শহীদ-উন নবী সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বাবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন, পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, উপজেলা যুবদলের আহ্ববায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, ছাত্রদল নেতা তারেক রহমান ও জুয়েল রানা প্রমুখ।
এ সম্মেলনে আলাউদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও মোফাজ্জল হোসেন বুলু ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দিতায় আব্দুর রহিম ১০ ভোট পায়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …