নিজস্ব প্রতিবেদক:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় ১৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার ও শাহাদত হোসেন প্রমুখ। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অনেকটা উপকৃত হচ্ছে।