রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান

নন্দীগ্রামে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয়’ এ প্রতিপাদ্য সামনে রেখে ২৭ শে সেপ্টেম্বর বিকেল ৫টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।

এ পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, বিডি ক্লিন বগুড়ার সমন্বয়ক মাহবুব আলম জিয়ন, উপদেষ্টা শরিফুল ইসলাম মাসুদ ও বিডি ক্লিন’র নন্দীগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রাকিব প্রমুখ।

ইভেন্টে সার্বিক সহযোগিতা করেন এমআর জামান রাসেল। বিডি ক্লিন’র কর্মীরা পরিচ্ছন্ন অভিযান চালায়। এ বিষয়ে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিডি ক্লিন’র এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশাকরি আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নকে গুরুত্ব দিয়ে সুন্দর পরিবেশ গড়ে তুলবো। এ পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনের পূর্বে বিডি ক্লিন’র স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করানো হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …