নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। ৩০ শে মার্চ সকাল ১০ টা থেকে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল বিতরণ শুরু করে। একই সাথে ইউপি সদস্যরাও বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করেছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে খেটে খাওয়া গরীব-দুঃখী মানুষরা কর্মহীন হয়ে পড়ে। তাই সরকার জরুরী ভিত্তিতে তাদের জন্য চাল বরাদ্দ করে। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ ২ মেট্রিক টণ চাল বরাদ্দ পায়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে কথা বললে তিনি বলেন, কর্মহীন ২ শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়েছে। ইউপি সদস্য ও গ্রাম পুলিশরাও এতে সহযোগিতা করেছে। এ ভাবে চাল বিতরণ করায় ইউনিয়নের কর্মহীন মানুষরা খুশি হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …