সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক নিহত 

নন্দীগ্রামে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক নিহত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে আজ্ঞাতনামা পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম ওই পিকআপ ভ্যান চালককের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো সাতজন। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকায় নওগাঁগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে নাটোরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ সাতজন আহত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্যরা পিকআপ ভ্যানের চালকসহ গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেসময় কর্তব্যরত চিকিৎসক আজ্ঞাতনামা পিকআপ ভ্যান চালককে মৃত ঘোষণা করেন। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, বাস ও পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …