সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে বজ্রপাতে পিতাপুত্রের মৃত্যু

নন্দীগ্রামে বজ্রপাতে পিতাপুত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের সাদেক আলীর পুত্র কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার পুত্র হাবিবুর রহমান (১৪) সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যায়। পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করার সময় সকাল আনুমানিক ১০ টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পিতাপুত্রের মৃত্যু ঘটে। স্থানীয়রা এতথ্য নিশ্চিত করেন।

হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। সে তার পিতাকে হালচাষে সহযোগিতা করতে গিয়ে পিতার সাথে বজ্রপাতে প্রাণ হারায়। পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাদের বাড়িতে চলছে কান্নার রোল। যে শোক কেটে উঠা খুবই কঠিন হবে তাদের পরিবারের। হাবিবুর রহমান একজন মেধাবী ছাত্র ছিলো।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …