রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগামঃ

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ই জানুয়ারি দিবসটি উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, মুক্তারিন জাহিদ সরকার, কালিপদ সরকার, একরাম হোসেন, নিকুঞ্জ চন্দ্র, সোহেল রানা সোহাগ, সুকুমার চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, ছাত্রলীগ নেতা তুহিন আহমেদ ও শুভ আহমেদ প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্যে নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি …