নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):
সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বছরের প্রথমদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণের মধ্যদিয়ে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন। সেসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গিরিশ চন্দ্র রায়, মাসুদ রানা, আলাউদ্দিন, উম্মে সালমা, জান্নাতি রাবেয়া ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
এবারো বছরের প্রথমদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে অনেক খুশি হয়।