সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে বই উৎসব উদযাপিত

নন্দীগ্রামে বই উৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: 
বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপিত হয়। বছরের প্রথমদিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অনেক খুশি হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, প্রবীণ শিক্ষক লুৎফুন্নেছা ও প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …