বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খননের দায়ে আবারও ভেকু মালিকের জরিমানা

নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খননের দায়ে আবারও ভেকু মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করার দায়ে আবারও ভেকু মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।

সূত্রে জানা গেছে, অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন, মাটি বিক্রয় ও রাস্তার ক্ষতি সাধনের দায়ে এ অভিযান পরিচালনা করেন। সেসময় জমির মালিক পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আবুল কাশেম নামে ওই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি পরিবহণের মাধ্যমে রাস্তার ক্ষতিসাধন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …