নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করার দায়ে আবারও ভেকু মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
সূত্রে জানা গেছে, অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন, মাটি বিক্রয় ও রাস্তার ক্ষতি সাধনের দায়ে এ অভিযান পরিচালনা করেন। সেসময় জমির মালিক পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আবুল কাশেম নামে ওই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি পরিবহণের মাধ্যমে রাস্তার ক্ষতিসাধন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।