শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১২৮

নন্দীগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১২৮

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১২৮ জন। ১৭ই নভেম্বর শান্তিপূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে নন্দীগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কার না হলেও ১২৮জন অনুপস্থিত থাকে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৩ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ জন অনুপস্থিত ছিল।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় এ বছর নন্দীগ্রাম উপজেলায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯শ’ ১১ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৫ শ’৯৫ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩১৬ জন। উপজেলার মোট ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …