শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে প্রবেশ পথে বিশেষ জীবাণুনাশক গেট

নন্দীগ্রামে প্রবেশ পথে বিশেষ জীবাণুনাশক গেট

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ জীবাণুনাশক গেট স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিশেষ জীবাণুনাশক গেট স্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, মশিউর রহমান, আল-জাহিদ প্রমুখ।

জানা গেছে, বিশেষ গেটের নিচের পাতের উপর মানুষ উঠা মাত্রই অটো সুইচিং হয়ে যাবে। তখন বিশেষ গেটের মেশিনের উপরভাগে বিশেষ নজেল দিয়ে জীবাণুনাশক স্প্রের মত বের হবে। ওষুধ বের হওয়ার নজেলটি খুবই ছোট ছিদ্র থাকায় ওষুধগুলো বেশিরভাগ সময় জলীয় বাস্পের মত বের হয়ে আসবে। সেটি মানুষের শরীরের বিভিন্ন অংশে পড়বে। এতে করে যে কেউ জীবাণুমুক্ত হতে পারবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …