নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
প্রাণঘাতী করোনাভাইরাস সচেতনতায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা ও সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। ১৯শে মার্চ দুপুর ২টায় নন্দীগ্রাম পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রামে বিদেশ ফেরত প্রবাসীর বাড়িতে গিয়ে সচেতনতা ও সতর্কতামূলক পরামর্শ দেয়।
এ সময় থানার অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন উপস্থিত ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানিয়েছে, সদ্য মালয়েশিয়া ও সৌদি আরব থেকে ফেরা নন্দীগ্রাম পৌর শহরের জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আরমান আলী, ইসলাম হোসেন ও দোহার গ্রামের আব্দুল বারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
তাদের মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তিনজনকে স্বাভাবিকভাবে চলাফেরা করার অনুমতি দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, আপনারা আলাদা একটি রুমে থাকবেন। আপনারা বাড়ি থেকে বের হবেন না। ১৪ দিন আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। নিজেও নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। আইন অমান্য করে যে প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনাভাইরাস সংক্রমণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা কেউ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার
আরও দেখুন
নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে। যা নন্দীগ্রাম …